মৌলভীবাজার প্রতিনিধি
সারা দেশের মতো মৌলভীবাজারেও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় করোনা টিকাদান কার্যক্রম চলছে। টিকাগ্রহীতাদের মধ্যে বয়স্ক নারী-পুরুষেরা আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে টিকা গ্রহণ করতে দেখা যায়। আজ বুধবার সকাল থেকে গ্রাম পর্যায়ে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলে।
জেলা শহরের চাঁদনীঘাট ইউনিয়নে গিয়ে দেখা যায়, বয়স্ক নারী-পুরুষ আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন। সহজে অল্প সময়ে এবং বাড়ির পাশে করোনার টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ।
স্বাস্থ্য সহকারী সেলিম মালিক বলেন, ‘গ্রাম পর্যায়ে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনকে দেওয়া হয় করোনার টিকা। ইউনিয়ন পরিষদ ও পরিষদের বিভিন্ন এলাকায় এই টিকা কার্যক্রম চলছে। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের খুব অনীহা। স্বাস্থ্যবিধি রক্ষায় আমরা চেষ্টা করে যাচ্ছি।’
স্বাস্থ্যকর্মী মনিকা দেবী জানান, সকাল থেকেই প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যা বেশি। তাঁরাই আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন।
টিকাগ্রহীতা আকলিমা বেগম বলেন, ‘খুব সহজে বাড়ির পাশে টিকা নিতে পেরে ভালো লাগছে।’
স্থানীয় এক রিকশাচালক কাশেম মিয়া বলেন, ‘টিকা পেয়ে আমি খুশি। কিন্তু এর পরও মাস্ক পরব।’
স্থানীয় আরেক বাসিন্দা নিবারণ সূত্রধর বলেন, ‘টিকা নিতে প্রথম দিকে একটু ভয় ছিল। তিন-চার মাস আগে যারা টিকা নিয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি। তাই স্ত্রীসহ আজ টিকা নিয়েছি।’
চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন বলেন, ‘আমরা চেষ্টা করছি সরকারের ঘোষণা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনতে। এ জন্য জেলা সদর হাসপাতালের ওপর নির্ভরশীল না হয়ে ইউনিয়ন পর্যায়ে গ্রামে গ্রামে টিকা কার্যক্রম পরিচালনা করছি।’
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের পাশাপাশি জেলার ৬৭টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করতে।
সারা দেশের মতো মৌলভীবাজারেও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় করোনা টিকাদান কার্যক্রম চলছে। টিকাগ্রহীতাদের মধ্যে বয়স্ক নারী-পুরুষেরা আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে টিকা গ্রহণ করতে দেখা যায়। আজ বুধবার সকাল থেকে গ্রাম পর্যায়ে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলে।
জেলা শহরের চাঁদনীঘাট ইউনিয়নে গিয়ে দেখা যায়, বয়স্ক নারী-পুরুষ আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন। সহজে অল্প সময়ে এবং বাড়ির পাশে করোনার টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ।
স্বাস্থ্য সহকারী সেলিম মালিক বলেন, ‘গ্রাম পর্যায়ে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনকে দেওয়া হয় করোনার টিকা। ইউনিয়ন পরিষদ ও পরিষদের বিভিন্ন এলাকায় এই টিকা কার্যক্রম চলছে। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের খুব অনীহা। স্বাস্থ্যবিধি রক্ষায় আমরা চেষ্টা করে যাচ্ছি।’
স্বাস্থ্যকর্মী মনিকা দেবী জানান, সকাল থেকেই প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যা বেশি। তাঁরাই আগ্রহ নিয়ে টিকা নিচ্ছেন।
টিকাগ্রহীতা আকলিমা বেগম বলেন, ‘খুব সহজে বাড়ির পাশে টিকা নিতে পেরে ভালো লাগছে।’
স্থানীয় এক রিকশাচালক কাশেম মিয়া বলেন, ‘টিকা পেয়ে আমি খুশি। কিন্তু এর পরও মাস্ক পরব।’
স্থানীয় আরেক বাসিন্দা নিবারণ সূত্রধর বলেন, ‘টিকা নিতে প্রথম দিকে একটু ভয় ছিল। তিন-চার মাস আগে যারা টিকা নিয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি। তাই স্ত্রীসহ আজ টিকা নিয়েছি।’
চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন বলেন, ‘আমরা চেষ্টা করছি সরকারের ঘোষণা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনতে। এ জন্য জেলা সদর হাসপাতালের ওপর নির্ভরশীল না হয়ে ইউনিয়ন পর্যায়ে গ্রামে গ্রামে টিকা কার্যক্রম পরিচালনা করছি।’
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের পাশাপাশি জেলার ৬৭টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করতে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে