Ajker Patrika

নারী কনস্টেবলকে ধাক্কা মেরে থানা থেকে পালালেন আসামি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
নয়ন। ছবি: সংগৃহীত
নয়ন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পালিয়ে গিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে রেলস্টেশন থেকে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় পাঁচটি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলার পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানার এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাঁকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর তাঁকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত