Ajker Patrika

আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড

হবিগঞ্জে আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন।

মামলার বাদীকে তিন দিনের ও তিন আসামিকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানা গেছে, বিচারাধীন একটি মারামারির মামলার গত ১০ অক্টোবর বাদীপক্ষের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন বাদী আমির হোসেন আদালতে হাজির হয়ে জানান, তাঁর শাশুড়ি রূপচান বিবি মারা যাওয়ায় তিনি ওই দিন সাক্ষী হাজির করতে পারেননি। অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা এর প্রতিবাদ করে বলেন, বাদীর শাশুড়ি তিন বছর আগে মারা গেছেন। 

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। 

বাহুবল থানা–পুলিশের তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদীর শাশুড়ি রূপচান বিবি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল অন্য কারণে অনুপস্থিত ছিলেন। 

এরপর মঙ্গলবার ধার্য তারিখে উভয় পক্ষ আদালতে হাজির হয়। ম্যাজিস্ট্রেট প্রতিবেদন পর্যালোচনা করে উভয় পক্ষকে মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। 

এরপর ম্যাজিস্ট্রেট মামলার বাদী বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আমির হোসেন ও আসামি একই গ্রামের আবদুল হাই, নূরুজ্জামান এবং ফরিদ মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত