হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন।
মামলার বাদীকে তিন দিনের ও তিন আসামিকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানা গেছে, বিচারাধীন একটি মারামারির মামলার গত ১০ অক্টোবর বাদীপক্ষের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন বাদী আমির হোসেন আদালতে হাজির হয়ে জানান, তাঁর শাশুড়ি রূপচান বিবি মারা যাওয়ায় তিনি ওই দিন সাক্ষী হাজির করতে পারেননি। অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা এর প্রতিবাদ করে বলেন, বাদীর শাশুড়ি তিন বছর আগে মারা গেছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
বাহুবল থানা–পুলিশের তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদীর শাশুড়ি রূপচান বিবি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল অন্য কারণে অনুপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার ধার্য তারিখে উভয় পক্ষ আদালতে হাজির হয়। ম্যাজিস্ট্রেট প্রতিবেদন পর্যালোচনা করে উভয় পক্ষকে মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন।
এরপর ম্যাজিস্ট্রেট মামলার বাদী বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আমির হোসেন ও আসামি একই গ্রামের আবদুল হাই, নূরুজ্জামান এবং ফরিদ মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জে আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন।
মামলার বাদীকে তিন দিনের ও তিন আসামিকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানা গেছে, বিচারাধীন একটি মারামারির মামলার গত ১০ অক্টোবর বাদীপক্ষের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন বাদী আমির হোসেন আদালতে হাজির হয়ে জানান, তাঁর শাশুড়ি রূপচান বিবি মারা যাওয়ায় তিনি ওই দিন সাক্ষী হাজির করতে পারেননি। অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা এর প্রতিবাদ করে বলেন, বাদীর শাশুড়ি তিন বছর আগে মারা গেছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
বাহুবল থানা–পুলিশের তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদীর শাশুড়ি রূপচান বিবি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল অন্য কারণে অনুপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার ধার্য তারিখে উভয় পক্ষ আদালতে হাজির হয়। ম্যাজিস্ট্রেট প্রতিবেদন পর্যালোচনা করে উভয় পক্ষকে মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন।
এরপর ম্যাজিস্ট্রেট মামলার বাদী বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আমির হোসেন ও আসামি একই গ্রামের আবদুল হাই, নূরুজ্জামান এবং ফরিদ মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগেঘটনার পাঁচ দিন পর গত বুধবার (৬ আগস্ট) বিকেলে ইনানী সৈকত থেকে সজিবের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
১ ঘণ্টা আগে