Ajker Patrika

সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে: শাবি উপাচার্য

সিলেট ও শাবি প্রতিনিধি
সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে: শাবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমি অন্যায়ের কাছে কিছুতেই মাথা নত করব না। আপনারা দেখেছেন, সত্য আজ বিজয়ী হয়েছে। মিথ্যা পরাভূত হয়েছে।’ 

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে এমন মন্তব্য করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। 

এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ২৭ দিন আন্দোলন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার সেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর আজ সোমবারই প্রথম ক্যাম্পাসে কোনো অনুষ্ঠানে অংশ নেন ফরিদ উদ্দিন। 

বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রার শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সরাসরি উল্লেখ না করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা কোমলমতি, তারা ভুল করতেই পারে। শিক্ষকেরা হচ্ছেন তাদের অভিভাবক। তারা শিক্ষার্থীদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই শিক্ষার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এমন কিছু শিক্ষকেরা করবেন না।’ 

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করে শাবি উপাচার্য বলেন, ‘আমরা সকলে মিলে একটা পরিবার। কারও ব্যক্তিগত সমস্যাও আমাদের সবার সমস্যা। এই সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। এই বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানেরও চেষ্টা চলছে।’ 

আগামী দুই বছরের মধ্যে শাবিপ্রবিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় সারা দেশের মধ্যেই পড়ালেখা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় এগিয়ে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ে বুয়েট ও ঢাবির পরেই শাবির অবস্থান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’ 

ফরিদ উদ্দিন বলেন, ‘আমি যখন এখানে (শাবিপ্রবি) যোগ দেই তখন অনেক জায়গায় কাজ করার সুযোগ ছিল। আমি যোগ দিয়ে চার বছরের সেশনজট কমিয়ে এনেছি। র‍্যাগিং ও যৌন হয়রানি বন্ধ করেছি। গবেষণায় বরাদ্দ বাড়িয়েছি। পরিবহন, হলসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই লাঘব করা হয়েছে। বাকি সমস্যাগুলো লাঘবেও কাজ চলছে।’ 

গণমাধ্যম কর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘আমাদের ভালো কাজগুলো তুলে ধরুন। খারাপ কিছু করলে তাও প্রকাশ করুন। তবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।’ 

সকালে জাতীয় পতাকা উত্তোলন করে শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর বর্ণিল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের একটি অংশও অংশ নেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কেক কাটেন উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত