Ajker Patrika

সুনামগঞ্জে বিরোধের জেরে মসজিদের ভেতরে বৃদ্ধকে কোপাল প্রতিপক্ষ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১: ১৮
সুনামগঞ্জে বিরোধের জেরে মসজিদের ভেতরে বৃদ্ধকে কোপাল প্রতিপক্ষ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। 

ছুরিকাহত ব্যক্তি হলেন লিয়াকত আলী (৫৫)। তিনি সাঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তরা একই এলাকার হেলাল মিয়াসহ আরও দুই-তিনজন। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, লিয়াকত আলীর সঙ্গে হেলাল মিয়ার বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই হেলালসহ দু-তিনজন ওই লিয়াকতকে ঘেরাও করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত