Ajker Patrika

মাতৃভাষা নিয়ে উৎসবে মাতল মনিপুরি শিক্ষার্থীরা 

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮: ৪৬
মাতৃভাষা নিয়ে উৎসবে মাতল মনিপুরি শিক্ষার্থীরা 

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি ভাষা উৎসব উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ উৎসব উদ্‌যাপিত হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আদমপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়।

কমলগঞ্জে ভাষা উৎসবে আজ মাতৃভাষায় ভাষার পরীক্ষা দিচ্ছে মনিপুরি শিক্ষার্থীরাবেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনিপুরি ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক মনিপুরি শিক্ষার্থী অংশগ্রহণ নেয়। বেলা তিনটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সালেহ এলাহী কুটি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত