Ajker Patrika

সরকারি নির্দেশনা মানছে না কেউ, আগের দামেই বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার 

প্রতিনিধি
সরকারি নির্দেশনা মানছে না কেউ, আগের দামেই বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার 

হবিগঞ্জ: চলতি বছরের জুনের ১ তারিখ থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ৮৪২ টাকা নির্ধারণ করে দিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগে ছিল ৯০৬ টাকা। কিন্তু বিইআরসির দাম নির্ধারণের এক সপ্তাহ অতিবাহিত হলেও হবিগঞ্জে এখনো ভোক্তা পর্যায়ে কমেনি দাম। পূর্বের ৯০৬ টাকা দরেই বিক্রি হচ্ছে ১২ কেজির এপিজি সিলিন্ডার। এ নিয়ে অনেক সময় ক্রেতাদের সঙ্গে ঘটছে বিক্রেতাদের বাগ্‌বিতণ্ডা। 

জানা গেছে, গত ৩১ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ৮৪২ টাকা নির্ধারণ করেন। যা ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোন দোকান তা মানছেন না। সবাই আগের মূল্যেই গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। 

সবুজবাগ এলাকার আবুল বাশার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশারের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'ডিলাররা এখনো দাম কমাননি, যে কারণে আমরা কমাতে পারছি না। যদি ডিলাররা আমাদের কম দামে সিলিন্ডার দিতেন তাহলে আমরা অবশ্যই সরকারের দেওয়া নির্ধারিত দামে বিক্রি করতে পারতাম।' 

শায়েস্তানগর এলাকার ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী ইসরাইল হোসেন বলেন, 'সরকার দাম কমিয়েছে আমরা জানি। কিন্তু ডিলাদের কাছে যদি দাম কমানোর বিষয়টি বলি তাহলে তারা মাল দেওয়া বন্ধ করে দেয়। তাহলে আমাদের কি করার আছে বলেন? ডিলার যদি দাম না কমায় আমরাতো আর লোকসান দিয়ে ব্যবসা করতে পারব না।' 

একই এলাকার চৌধুরী সার্ভিস মিডিয়ার স্বত্বাধিকারী সাদ্দাম চৌধুরী বলেন, '১ জুন থেকে নতুন দামে সিলিন্ডার বিক্রির ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। কিন্তু আমাদের দোকানে যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো আরও আগের কেনা। যে কারণে পুরোনো দামেই বিক্রি করতে হচ্ছে।' 

সিলিন্ডার কিনতে আসা হবিগঞ্জের উত্তর রাজনগর এলাকার বাসিন্দা সাদিক মিয়া বলেন, '১ জুন থেকে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে। কিন্তু ৩ তারিখ বাজারে এসে দেখি দাম ঠিকই আছে। আমি অন্তত ৫ /৬টা দোকান ঘুরে দেখলাম আগের দামেই সিলিন্ডার বিক্রি হচ্ছে। এমনকি সরকার সিলিন্ডারের দাম কমিয়েছে এ কথা বলায় এক বিক্রেতা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।' 
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, 'সরকার যেহেতু এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছে সেহেতু বেশি নেওয়ার কোন সুযোগ নেই। এ ব্যাপারে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত