Ajker Patrika

সিলেট-৩ আসনে উপনির্বাচন: প্রতীক পেলেন চার প্রার্থী

প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২১, ১৮: ৩১
সিলেট-৩ আসনে উপনির্বাচন: প্রতীক পেলেন চার প্রার্থী

সিলেট: সিলেট-৩ আসনের উপনির্বাচনের চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ডাব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটরগাড়ি (কার)।

প্রতীক বরাদ্দের সময় তিন প্রার্থী নিজে উপস্থিত থেকে প্রতীক বরাদ্দ নিলেও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন না। তিনি লোক মারফত বরাদ্দকৃত প্রতীক নিয়ে আসেন।

নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। আগামী ২৮ জুলাই এ আসনে ভোট গ্রহণ হবে। তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র সংখ্যা ১৪৯টি।

গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত