Ajker Patrika

বিএসএফের বিরুদ্ধ ৫ বাংলাদেশীকে মারধরের অভিযোগ

বিএসএফের বিরুদ্ধ ৫ বাংলাদেশীকে মারধরের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারে পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে রাতে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পরিবার ও গ্রামবাসী। 

গতকাল মঙ্গলবার বিকেলে আদমপুর ইউনিয়নের উপজেলা বাজার পাহাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএসএফের হাতে নির্যাতিতরা হলেন, আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আলিক মিয়া, হাবিব মিয়া, আহাদ মিয়া, আফজাল ও নজির মিয়া। আহতদের মাঝে আফজাল ও নজির মিয়ার অবস্থা গুরুতর বলে পরিবার সদস্যরা দাবি করেন। 

পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আজাদ মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে যান তাঁরা। এ সময় বিএসএফের সদস্যরা পাঁচ বাংলাদেশিকে ধরে বেধড়ক পেটায়। এরপর সন্ধ্যায় তাদরেকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। পরে রাতে তাঁদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে। এরপর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

তিনি আরও জানান, আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর বলে জানা যায়। 

এদিকে বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তাঁদের বাড়িও আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে। 

এ বিষয় সম্পর্কে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতে অংশে বাংলাদেশিরা প্রবেশ করেছিল বলে শুনেছি। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করেছে। কাউকে মারধর করার বা ধরে নেওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত