Ajker Patrika

কাউন্সিলর আজাদের বাসভবনে ভাঙচুর: সিসিকের ৩ দিনের কর্মসূচি

সিলেট প্রতিনিধি
কাউন্সিলর আজাদের বাসভবনে ভাঙচুর: সিসিকের ৩ দিনের কর্মসূচি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ শনিবার নগর ভবনের সভা কক্ষে সিসিকের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, আগামীকাল রোববার দুপুর ১২টায় কলম বিরতির মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘণ্টা করে মোট ৫৭ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া আগামী সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করা হবে। 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ‘২০ নম্বর ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় সব কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্ব সম্মতিক্রমে আগামীকাল রোববার থেকে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’ 

এ সময় সিলেট সিটি করপোরেশনের সব ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত