Ajker Patrika

জ্বালানি তেলের সংকট: সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট। 
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০: ০৯
জ্বালানি তেলের সংকট: সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

জ্বালানি তেলের সংকটের সমাধান না হলে আগামী ২২ জানুয়ারি থেকে পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আগামী ১৮ জানুয়ারি থেকে ডিপো থেকে বন্ধ থাকবে তেল উত্তোলন।

পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে সিলেটের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগনের সংকট ও শীত মৌসুমে বাড়তি চাহিদার কারণে বেড়েছে এই সংকট। জ্বালানি তেলের সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। কিন্তু নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে শোধনাগারগুলো। 

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়। সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রল পাম্প কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। ব্যবসায়ীদের দাবি, চাহিদার অর্ধেক ডিজেলও পাচ্ছেন না তাঁরা। 

আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেটে গ্যাসের সংকট চলছে। বারবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান আসেনি। তাই আগামী বুধবার (১৮ জানুয়ারি) থেকে ডিপোতে তেল উত্তোলন বন্ধ থাকবে। আর রোববার (২২ জানুয়ারি) সিলেটর সব পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত