নিজস্ব প্রতিবেদক, সিলেট।
জ্বালানি তেলের সংকটের সমাধান না হলে আগামী ২২ জানুয়ারি থেকে পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আগামী ১৮ জানুয়ারি থেকে ডিপো থেকে বন্ধ থাকবে তেল উত্তোলন।
পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে সিলেটের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগনের সংকট ও শীত মৌসুমে বাড়তি চাহিদার কারণে বেড়েছে এই সংকট। জ্বালানি তেলের সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। কিন্তু নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে শোধনাগারগুলো।
চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়। সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রল পাম্প কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। ব্যবসায়ীদের দাবি, চাহিদার অর্ধেক ডিজেলও পাচ্ছেন না তাঁরা।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেটে গ্যাসের সংকট চলছে। বারবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান আসেনি। তাই আগামী বুধবার (১৮ জানুয়ারি) থেকে ডিপোতে তেল উত্তোলন বন্ধ থাকবে। আর রোববার (২২ জানুয়ারি) সিলেটর সব পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
জ্বালানি তেলের সংকটের সমাধান না হলে আগামী ২২ জানুয়ারি থেকে পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আগামী ১৮ জানুয়ারি থেকে ডিপো থেকে বন্ধ থাকবে তেল উত্তোলন।
পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে সিলেটের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগনের সংকট ও শীত মৌসুমে বাড়তি চাহিদার কারণে বেড়েছে এই সংকট। জ্বালানি তেলের সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। কিন্তু নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে শোধনাগারগুলো।
চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়। সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রল পাম্প কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। ব্যবসায়ীদের দাবি, চাহিদার অর্ধেক ডিজেলও পাচ্ছেন না তাঁরা।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেটে গ্যাসের সংকট চলছে। বারবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান আসেনি। তাই আগামী বুধবার (১৮ জানুয়ারি) থেকে ডিপোতে তেল উত্তোলন বন্ধ থাকবে। আর রোববার (২২ জানুয়ারি) সিলেটর সব পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৪৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে