Ajker Patrika

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি
আটক ব্যক্তিদের আজ শনিবার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
আটক ব্যক্তিদের আজ শনিবার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে নারী তিনজনসহ সাতজন পুরুষ। বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল এসব নারী-পুরুষ। বিজিবির টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে আজ শনিবার ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত