Ajker Patrika

অজু করতে গিয়ে পানি ডুবে তরুণের মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
অজু করতে গিয়ে পানি ডুবে তরুণের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অজু করতে গিয়ে পানি ডুবে সুজন মিয়া (১৯) নামের এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

সুজন মিয়া সিলেট শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি গত ২০ দিন আগে মক্রমপুর গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে আসেন। 

বিষয়টি নিশ্চিত করে পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত