Ajker Patrika

জকিগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
বদরুল আলম আফজল। ছবি: সংগৃহীত
বদরুল আলম আফজল। ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বদরুল আলম আফজল জকিগঞ্জ সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি সেনাপতিরচর গ্রামের মৃত মুহিবুর রহমান ময়না মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বদরুল আলম আফজল মেম্বারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে ওই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর পর জামিন নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, শ্রমিক লীগ নেতা বদরুল আলম আফজলকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত