লবীব আহমদ, সিলেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করতে চান না ৩৩ বছর বয়সী নৌকাপ্রেমিক রুবেল। আজ বুধবার সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার চারপাশে ঘুরতে দেখা যায় তাঁকে। পুরো শরীরে লাল-সবুজের রং লাগিয়ে মাথায় নৌকা নিয়ে ঘুরে বেড়ান তিনি।
সিলেট নগরের জিন্দাবাজার পয়েন্টে রুবেলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরার মখলিছুর রহমান ও সোয়া খাতুনের সন্তান। রুবেল আহমদ পেশায় একজন শ্রমিক।
রুবেল আহমদ বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এভাবে মাথায় নৌকা নিয়ে সারা শরীরে রং মেখে ঘুরছি। আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ হলেই সেখানে দৌড়ে যাই। প্রধানমন্ত্রীর জনসভা শুনে গতকাল মঙ্গলবার সিলেটে এসেছি।’
নৌকাপ্রেমিক রুবেল বলেন, এভাবে নৌকা নিয়ে ঘোরার কারণে তাঁকে মানুষ এখন নৌকাপ্রেমিক রুবেল বলে ডাকে। তিনিও এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি এখনো বিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখা না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। নৌকাকে তিনি মন থেকে ভালোবাসেন বলেও জানান।
রুবেল আরও বলেন, নৌকার প্রতি তাঁর এ ভালোবাসা দেখে নিজ এলাকা ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম তাঁকে এই নৌকা বানিয়ে দিয়েছেন। বর্তমানে রুবেল তাঁর এলাকার নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হয়ে কাজ করছেন। নাদেলের সব সভা-সমাবেশে তিনি যাবেন বলেও জানান। তিনি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং নিজের প্রতিজ্ঞা ভেঙে বিয়ে করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রুবেল।
আজ বেলা ৩টা ১৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেটের হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যান। পরে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করতে চান না ৩৩ বছর বয়সী নৌকাপ্রেমিক রুবেল। আজ বুধবার সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার চারপাশে ঘুরতে দেখা যায় তাঁকে। পুরো শরীরে লাল-সবুজের রং লাগিয়ে মাথায় নৌকা নিয়ে ঘুরে বেড়ান তিনি।
সিলেট নগরের জিন্দাবাজার পয়েন্টে রুবেলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরার মখলিছুর রহমান ও সোয়া খাতুনের সন্তান। রুবেল আহমদ পেশায় একজন শ্রমিক।
রুবেল আহমদ বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এভাবে মাথায় নৌকা নিয়ে সারা শরীরে রং মেখে ঘুরছি। আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ হলেই সেখানে দৌড়ে যাই। প্রধানমন্ত্রীর জনসভা শুনে গতকাল মঙ্গলবার সিলেটে এসেছি।’
নৌকাপ্রেমিক রুবেল বলেন, এভাবে নৌকা নিয়ে ঘোরার কারণে তাঁকে মানুষ এখন নৌকাপ্রেমিক রুবেল বলে ডাকে। তিনিও এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি এখনো বিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখা না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। নৌকাকে তিনি মন থেকে ভালোবাসেন বলেও জানান।
রুবেল আরও বলেন, নৌকার প্রতি তাঁর এ ভালোবাসা দেখে নিজ এলাকা ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম তাঁকে এই নৌকা বানিয়ে দিয়েছেন। বর্তমানে রুবেল তাঁর এলাকার নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হয়ে কাজ করছেন। নাদেলের সব সভা-সমাবেশে তিনি যাবেন বলেও জানান। তিনি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং নিজের প্রতিজ্ঞা ভেঙে বিয়ে করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রুবেল।
আজ বেলা ৩টা ১৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেটের হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যান। পরে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেন।
আবিদুল বলেন, ‘মেয়েদের হলে আরও একটি সমস্যা আছে। তা হলো, কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর তাঁর বাসা থেকে মা-বাবা এলে বাইরে বসে থাকতে হয়। তাঁর মাকেও গেস্টরুমের বাইরে যেতে দেওয়া হয় না। এগুলো এক ধরনের প্রতিবন্ধকতা ও কালাকানুন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সুবিধা ও সুযোগ দরকার।
৯ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরে সুরাইয়া ইয়াসমীন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হলদিবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পার্বতীপুর পৌরসভার সুরাইয়া পৌর শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী।
২২ মিনিট আগেতিনি বলেন, মহাখালীর টিভি গেট এলাকায় চাঁদপুর ড্রাগ হাউস নামে ওষুধের দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় পুবাইলের বাঁধন এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে চাঁদাবাজির পর পালিয়ে যাওয়ায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
২৬ মিনিট আগেহাসপাতালে নানা অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে রংপুরে এসে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে, এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কী করছি? কী করতে পারব? এটা আমরা এককভাবে কিছু করতে পারব না। এটাতে জনগণের সম্পৃক্ততা লাগবে।
৩০ মিনিট আগে