Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না ৩৩ বছরের রুবেল

লবীব আহমদ, সিলেট
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২০: ১৮
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না ৩৩ বছরের রুবেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিয়ে করতে চান না ৩৩ বছর বয়সী নৌকাপ্রেমিক রুবেল। আজ বুধবার সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভার চারপাশে ঘুরতে দেখা যায় তাঁকে। পুরো শরীরে লাল-সবুজের রং লাগিয়ে মাথায় নৌকা নিয়ে ঘুরে বেড়ান তিনি।

সিলেট নগরের জিন্দাবাজার পয়েন্টে রুবেলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরার মখলিছুর রহমান ও সোয়া খাতুনের সন্তান। রুবেল আহমদ পেশায় একজন শ্রমিক।

রুবেল আহমদ বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এভাবে মাথায় নৌকা নিয়ে সারা শরীরে রং মেখে ঘুরছি। আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ হলেই সেখানে দৌড়ে যাই। প্রধানমন্ত্রীর জনসভা শুনে গতকাল মঙ্গলবার সিলেটে এসেছি।’

নৌকাপ্রেমিক রুবেল বলেন, এভাবে নৌকা নিয়ে ঘোরার কারণে তাঁকে মানুষ এখন নৌকাপ্রেমিক রুবেল বলে ডাকে। তিনিও এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি এখনো বিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখা না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। নৌকাকে তিনি মন থেকে ভালোবাসেন বলেও জানান।

নৌকাপ্রেমিক রুবেল আহমদ।রুবেল আরও বলেন, নৌকার প্রতি তাঁর এ ভালোবাসা দেখে নিজ এলাকা ভাটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম তাঁকে এই নৌকা বানিয়ে দিয়েছেন। বর্তমানে রুবেল তাঁর এলাকার নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হয়ে কাজ করছেন। নাদেলের সব সভা-সমাবেশে তিনি যাবেন বলেও জানান। তিনি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং নিজের প্রতিজ্ঞা ভেঙে বিয়ে করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রুবেল।

আজ বেলা ৩টা ১৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেটের হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যান। পরে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত