Ajker Patrika

সিলেটে ১১ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৪
সিলেটে ১১ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু

সিলেটে ১১ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী শিমূল ইউসুফ। আজ দ্বিতীয় দিনে থিয়েটার মুরারিচাঁদ নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘পুতুলমানুষ’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান। এ বছর নাট্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্য পরিষদ সম্মাননা তুলে দেওয়া হয় অধ্যাপক মোহাম্মদ শফিককে। 

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর নৃত্যশৈলী সিলেটের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘দ্রোহী বর্ণমালা’ মঞ্চস্থ হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় ছন্দা নৃত্যালয়ের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। সন্ধ্যা ৭টার দিকে প্রথম দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে শাস্তি নাটক মঞ্চস্থ করে নাট্যালোক সিলেট (সুরমা)। 

সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাঙালির প্রতিটি সংগ্রামে নাট্য আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সম্মিলিত নাট্য পরিষদের একুশের আলোকে নাট্য প্রদর্শনীর মাধ্যমে নাট্যকর্মীরা আগামী প্রজন্মের কাছে যুগান্তকারী বার্তা পৌঁছে দিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত