Ajker Patrika

পর্যটকদের জন্য প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র 

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১: ৪৪
পর্যটকদের জন্য প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র 

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে সাজসজ্জায় প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। প্রতি বছরই বিভিন্ন ছুটিতে এসব পর্যটনকেন্দ্রে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমান পর্যটকেরা। এরই মধ্যে এখানকার হোটেল-রিসোর্টগুলোর প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

সবুজ চা–বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাতসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছরই শুধু দেশি পর্যটকই নয়, বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত হয়।

জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হলো–জীব বৈচিত্র্যে ভরপুর কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, মাধবকুণ্ড জল প্রভাত, হামহাম জল প্রভাত, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ ও শ্রীমঙ্গলের চা-বাগান।

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানএদিকে ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় পর্যটক পুলিশের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত আছে। ঈদ উপলক্ষে পর্যটকেরা যেন নির্বিঘ্নে ঘোরাফেরা করে বাড়ি ফিরতে পারেন সেই ব্যাপারে পর্যটন পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা-পুলিশ সদস্যরা কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত