Ajker Patrika

শেখ হাসিনা সম্পদের বিবরণে তথ্য গোপন করেছেন: দুদক চেয়ারম্যান

মৌলভীবাজার প্রতিনিধি
বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা
বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছেন, তা আমরা পরীক্ষা করে দেখেছি। তিনি অনেকাংশেই সম্পদের বিবরণে তথ্য গোপন রেখেছেন। শেখ হাসিনা ও তাঁর সন্তান এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দু-একটি মামলা অনুসন্ধানে রয়েছে।’

আজ রোববার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এ কথা বলেন। দুদক গণশুনানির আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর একটা বাহিনীর ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব হয়েছিল। ঠিক একইভাবে ৫ আগস্টের পরে ভুয়া সমন্বয়ক বের হয়েছে। একইভাবে দুদকের ভুয়া চেয়ারম্যান সেজে অভিযান করতে গিয়ে ধরা খেয়েছে। দুদকের ভুয়া চেয়ারম্যান পেলে তাঁদের ধরবেন।’

মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘আমাদের সমাজে মিথ্যাচার দিয়ে শুরু হয়ে আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যায়। আমাদের কমিশনের জনবল অনেক কম। আমাদের জনবল বাড়লে সেবা বাড়বে। আমরা অস্বীকার করি না যে আমাদের মধ্যে কমবেশি কিছুটা দুর্নীতি হচ্ছে। দুর্নীতির সাপ্লাই সাইট আগে বন্ধ করতে হবে। সাপ্লাই সাইট বন্ধ হলে ডিমান্ড সাইট এমনিতেই বন্ধ হবে।’

দুদকের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের গণশুনানির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমরা বিশাল পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। আমাদের বৈষম্য দূর করতে হবে। মৌলভীবাজার জেলাকে দুর্নীতিমুক্ত করতে পারলে আমাদের আনন্দ লাগবে। সব অফিসেই দুর্বৃত্ত আছে। প্রতিটি অফিসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার গণশুনানি করবেন। দেখবেন এমনিতেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরায়েলের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, দুদক সমন্বিত হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া ও দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস্ সা’দাৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত