হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’
আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে।
মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’
আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে।
মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।
মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার উপজেলার রাজঘাট চা–বাগানের নাট মণ্ডপ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ মিনিট আগেরাজারহাটে জামায়াতের সহযোগী সংগঠনের এক নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’ ও তাঁর দলকে (জামায়াত) নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
৩২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধ ও এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চানমনিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা
১ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি করিডর দিতে চাচ্ছেন? আপনাকে জনগণের মানসিকতা অনুযায়ী কাজ করতে হবে। যেখানে দেশ ও মানুষ বিপন্ন হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া
১ ঘণ্টা আগে