নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে পেট্রল পাম্পে রাখা ট্রাকে অগ্নিদুর্ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে দুজনের অবস্থার অবনতি হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওনা হয়।
এ দুজন হলেন- ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও একই এলাকার মিছির আলীর ছেলে মো. মতিউর রহমান (৬৫)।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মো. আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মুখমণ্ডল ও কণ্ঠনালী। যা বিপজ্জনক। যে কারণে, অবস্থা খারাপ হওয়ার আগেই তাঁদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। নরমালি তাঁরা যা দিবে সেগুলো আমরাও দিতে পারব। তবে বড় কোনো সমস্যা দেখা দিলে তাঁরা আমাদের চেয়ে বেশি সাপোর্ট দিতে পারবেন। বাকি তিনজনের দুজন ৩০ শতাংশ ও একজন ২৫-২৮ শতাংশ পুড়েছেন। এই তিনজনকে আমরা রেখে দিয়েছি। আমরা চেষ্টা করছি।’
এর আগে, গতকাল রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে পাঠানটুলার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দগ্ধদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ।
গত বছরের ৫ সেপ্টেম্বর সিলেট নগরের মীরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। সে সময় পাম্পের ৯ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে দগ্ধ ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান।
সিলেটে পেট্রল পাম্পে রাখা ট্রাকে অগ্নিদুর্ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে দুজনের অবস্থার অবনতি হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওনা হয়।
এ দুজন হলেন- ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও একই এলাকার মিছির আলীর ছেলে মো. মতিউর রহমান (৬৫)।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মো. আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মুখমণ্ডল ও কণ্ঠনালী। যা বিপজ্জনক। যে কারণে, অবস্থা খারাপ হওয়ার আগেই তাঁদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। নরমালি তাঁরা যা দিবে সেগুলো আমরাও দিতে পারব। তবে বড় কোনো সমস্যা দেখা দিলে তাঁরা আমাদের চেয়ে বেশি সাপোর্ট দিতে পারবেন। বাকি তিনজনের দুজন ৩০ শতাংশ ও একজন ২৫-২৮ শতাংশ পুড়েছেন। এই তিনজনকে আমরা রেখে দিয়েছি। আমরা চেষ্টা করছি।’
এর আগে, গতকাল রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে পাঠানটুলার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দগ্ধদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ।
গত বছরের ৫ সেপ্টেম্বর সিলেট নগরের মীরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। সে সময় পাম্পের ৯ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে দগ্ধ ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে