Ajker Patrika

বড় ভাইয়ের হামলায় আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
বড় ভাইয়ের হামলায় আনসার সদস্য নিহত

হবিগঞ্জ সদর উপজেলার পইলে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাইয়ের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।  এতে আহত হয়েছেন আরও চারজন। তাঁদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম সঞ্জব আলী (৪০)। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে বাংলাদেশ আনসার ভিডিপির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে নিহত আঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের তর্ক রূপ নেয় হাতাহাতিতে। একপর্যায়ে দুই ভাইয়ের স্ত্রী ও ছেলে মেয়েরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে সঞ্জব আলী ও তার ভাই তৈয়ব আলীসহ পাঁচজন আহত হন।

স্থানীয় মুরব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে সঞ্জব আলীসহ বাকি আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্চব আলী মারা যান।

খবর পেয়ে সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এর মধ্যে তৈয়ব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ‘কি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে সুস্থ হলেই মূল কারণ জানা যাবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত