Ajker Patrika

মায়ের নিখোঁজের সংবাদে ১৪ ঘণ্টা সাইকেল চালিয়ে গ্রামে এল ছেলে

মায়ের নিখোঁজের সংবাদে ১৪ ঘণ্টা সাইকেল চালিয়ে গ্রামে এল ছেলে

মায়ের নিখোঁজের সংবাদে লকডাউনের মধ্যে সাইকেল চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় গ্রামের নিজ বাড়িতে এসেছেন সোহেল আহমেদ (২৮)।

গত শনিবার রাতে ঢাকা থেকে রওনা হন তিনি। ঢাকা থেকে ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে সোহেলের সময় লাগে ১৪ ঘণ্টা। গতকাল রোববার তিনি বাড়িতে এসে পৌঁছান।

জানা গেছে, গত বুধবার উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে যান। পরদিন রকিব মিয়ার স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকেই আর হাজেরা বিবির সন্ধান পাওয়া যাচ্ছে না।

হাজেরা বিবির সন্ধান পেতে গত শুক্রবার বিকেলে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন বড় ভাই আসিদ আলি। সাধারণ ডায়েরি নং-১৩৬৮।

সোহেলের খালাতো ভাই সেলিম মিয়া জানান, প্রায় ২০-২৫ বছর আগেও একইভাবে তাঁর খালু সোহেলের বাবা মানিক মিয়াও নিখোঁজ হয়েছিলেন। যার সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গৃহবধূর সন্ধানে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত