Ajker Patrika

কমলগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৫
কমলগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা-বাগানে একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশা ও প্রাইভেট কার জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানিহাটি চা-বাগানের রাস্তার মোড়ে যাত্রীবোঝাই অটোরিকশাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাচালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর বুধুরাম ভৌমিকের (৪২) মৃত্যু হয়।

আহত হন কানী মাঝি, অজুর্ন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি ও কার্তিক মুণ্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত