মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা-বাগানে একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশা ও প্রাইভেট কার জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানিহাটি চা-বাগানের রাস্তার মোড়ে যাত্রীবোঝাই অটোরিকশাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাচালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর বুধুরাম ভৌমিকের (৪২) মৃত্যু হয়।
আহত হন কানী মাঝি, অজুর্ন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি ও কার্তিক মুণ্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা-বাগানে একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আহত একজনের মৃত্যু হয়।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশা ও প্রাইভেট কার জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানিহাটি চা-বাগানের রাস্তার মোড়ে যাত্রীবোঝাই অটোরিকশাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাচালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর বুধুরাম ভৌমিকের (৪২) মৃত্যু হয়।
আহত হন কানী মাঝি, অজুর্ন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি ও কার্তিক মুণ্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৯ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪০ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে