নিজস্ব প্রতিবেদক, সিলেট
শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সদস্যসচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনাসহ ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে জাকারিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অভিযোগ উঠেছে, তখন জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যা দিয়ে আলী আকবর রাজন তখন বলেছিলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে গতকাল রাতে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপি ও সিলেট জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন। সমালোচনার মুখে গত ২৯ এপ্রিল রাতে সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে আলী আকবর রাজনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন দলের বিরুদ্ধে গিয়ে শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আকবর রাজন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ভাই গ্রেপ্তার হওয়ায় শ্রমিকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তখন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করি। এরপর জাকারিয়া ভাই গিয়ে তাঁর জামিন নেন। এখন আমাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে ১৬টি মামলার আসামি হয়েছি দল করার কারণে। বহুবার জেল খেটেছি। নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি। তবুও শোকজের তিন পাতার জবাব দিয়েছি। আর শ্রমিক দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সদস্যসচিব আমাকে বহিষ্কার করতে পারেন না।’
শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সদস্যসচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনাসহ ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে জাকারিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অভিযোগ উঠেছে, তখন জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যা দিয়ে আলী আকবর রাজন তখন বলেছিলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে গতকাল রাতে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপি ও সিলেট জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন। সমালোচনার মুখে গত ২৯ এপ্রিল রাতে সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে আলী আকবর রাজনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন দলের বিরুদ্ধে গিয়ে শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আকবর রাজন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ভাই গ্রেপ্তার হওয়ায় শ্রমিকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তখন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করি। এরপর জাকারিয়া ভাই গিয়ে তাঁর জামিন নেন। এখন আমাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে ১৬টি মামলার আসামি হয়েছি দল করার কারণে। বহুবার জেল খেটেছি। নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি। তবুও শোকজের তিন পাতার জবাব দিয়েছি। আর শ্রমিক দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সদস্যসচিব আমাকে বহিষ্কার করতে পারেন না।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে