Ajker Patrika

হবিগঞ্জে সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা, ছুরিসহ আটক ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
শেখ সুজাত মিয়া। ছবি: সংগৃহীত
শেখ সুজাত মিয়া। ছবি: সংগৃহীত

মে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। তিনি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় জামিল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান।

এ সময় দলীয় নেতা–কর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান শেখ সুজাত মিয়া। তাৎক্ষণিক খবর পেয়ে নবীগঞ্জ থানা–পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

বিএনপি নেতা–কর্মীদের দাবি, শেখ সুজাত মিয়ার ওপর পিস্তল, দেশীয় রামদা, ছুরিসহ হামলা চালানো হয়।

জানতে চাইলে সাবেক এমপি শেখ সুজাত মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র‍্যালি শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন দেশীয় অস্ত্রসহ আমার ওপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে নেতা–কর্মী থাকায় রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের একজনকে অস্ত্রসহ আটক করেছে।’

নবীগঞ্জে সাবেক এমপির ওপর হামলায় ছুরিসহ একজন আটক। ছবি: আজকের পত্রিকা
নবীগঞ্জে সাবেক এমপির ওপর হামলায় ছুরিসহ একজন আটক। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা, ছুরিসহ জামিল মিয়া নামের একজনকে আটক করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত