Ajker Patrika

জাল জামিনে আসামির মুক্তি, ১৭ বছর পর জেল সুপারের অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি
জাল জামিনে আসামির মুক্তি, ১৭ বছর পর জেল সুপারের অব্যাহতি

জাল জামিনের কাগজে আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় প্রায় ১৭ বছর পর হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি থাকাকালীন সময়ে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক শুধুমাত্র ‘খোরাকি ভাতা’ পাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঞা। 

জেলার জানান, ২০০৪ সালে জাকের হোসেন যশোর জেলা কারাগারে জেলার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় মাগুরা থেকে তিন আসামির জামিনের একটি কপি ডাকযোগে যশোর কারাগারে গিয়েছিল। যে কাগজটি নকল ছিল। কারাগারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জাল কাগজের বিষয়টি বুঝতে না পেরে আসামিদের মুক্তি দিয়ে দেন। এ ঘটনায় জাকের হোসেনসহ যশোর কারাগারে দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তা অভিযুক্ত ছিলেন। 

গত ২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে জেল সুপার জাকের হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটি চিঠি আসে। 

উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে তিনজন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

গত বছরের ২৬ জুলাই হবিগঞ্জ কারাগারের জেল সুপার হিসেবে যোগদান করেন জাকের হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত