নিজস্ব প্রতিবেদক, সিলেট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা। দেশের মানুষের কথা তিনি সব সময় ভাবেন এবং মানুষের কল্যাণে কাজ করেন।’
আজ শুক্রবার নগরীর একটি হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘পুণ্যভূমি সিলেটে কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে, তা সত্যিই প্রশংসনীয় ও আনন্দের বিষয়। কিডনি হাসপাতালটি চালু হলে সিলেটসহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।’
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।’
এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রাস্টি বোর্ডের সদস্য নুরুন নাহার সালাম, আলহাজ সালমা বাসিত, আতাউল করিম, সুমন বিন বাসিত, মহিবুর রহমান রাসেল, মায়াজ চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্যসচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীর প্রতীক।
অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত হোসনে আরা আহমদ, ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে পরিকল্পনামন্ত্রী কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি পরিদর্শন করেন এবং হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। সকালে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমিও পরিদর্শন করেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা। দেশের মানুষের কথা তিনি সব সময় ভাবেন এবং মানুষের কল্যাণে কাজ করেন।’
আজ শুক্রবার নগরীর একটি হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘পুণ্যভূমি সিলেটে কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে, তা সত্যিই প্রশংসনীয় ও আনন্দের বিষয়। কিডনি হাসপাতালটি চালু হলে সিলেটসহ সারা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।’
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।’
এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রাস্টি বোর্ডের সদস্য নুরুন নাহার সালাম, আলহাজ সালমা বাসিত, আতাউল করিম, সুমন বিন বাসিত, মহিবুর রহমান রাসেল, মায়াজ চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্যসচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীর প্রতীক।
অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত হোসনে আরা আহমদ, ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে পরিকল্পনামন্ত্রী কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি পরিদর্শন করেন এবং হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। সকালে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমিও পরিদর্শন করেন মন্ত্রী।
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩৯ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগে