Ajker Patrika

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণের দাবি সিলেট সিটির  

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০: ১৯
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণের দাবি সিলেট সিটির  

সিলেট মহানগরে কোরবানির বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করেছিল সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নগরের কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে সিসিক।

গতকাল সকাল থেকে মহানগর পরিচ্ছন্ন করার কথা জানিয়েছিল সিটি করপোরেশন। বিকেলের মধ্যেই কাজ প্রায় শেষে হয়ে গেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা।

পরিচ্ছন্ন ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান জানান, ২৪ ঘণ্টার আগেই পুরো মহানগর পরিচ্ছন্ন করা হয়েছে। এ কাজে সিসিকের পরিচ্ছন্নতা শাখার ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন। মোট ৪২টি ওয়ার্ডের পরিচ্ছন্নতায় ১০টি টিম কাজ করেছে। বর্জ্য অপসারণের পরপরই জীবাণুমুক্তকরণে জীবাণুনাশক ওষুধও ছিটানো হবে।

১০টি টিমের কাজ তদারক করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান।

এ ছাড়া সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও এসব টিমের কাজ অনেক জায়গায় তদারক করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত