সিলেট প্রতিনিধি
সিলেটের একটি রিসোর্টে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজনকে জোর করে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নিয়েই মুরব্বিদের হাতে দায়িত্ব দিয়ে ফিরে এসেছেন।
গতকাল রোববার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক ও রিসোর্টে এ ঘটনা ঘটে। রিসোর্টে উত্তেজিত জনতা আগুন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। আটক তরুণ-তরুণীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানান, এখানে শুরু থেকেই ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ রয়েছে এখানে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইয়াছিন আহমেদ ফাহিম বলেন, গতকাল সকালে রিজেন্ট পার্ক ও রিসোর্টে আগত ১০টি যুগলকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আটক করা হয়। পরে তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়। যাদের পরিবার দায়িত্ব নিয়েছে, তাঁদের ছেড়ে দেওয়া হয়। চারটি যুগলের দায়িত্ব পরিবার না নেওয়ায় তাঁদের কাজি ডেকে বিয়ে দেওয়া হয়।
৫ নম্বর সিলাম ইউনিয়নের কাজি মো. আব্দুল বারী বলেন, ‘সবার সম্মতিতে আমি চারটি বিয়ে পড়িয়েছি। ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের সম্মতি ছিল। তিনটি বিয়ে হয়েছে ১০ লাখ টাকা, আর ১টি ১২ লাখ টাকা কাবিনে।’
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে এলাকার মুরব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছে এবং তারা দায়িত্ব নেওয়ায় আমরা চলে আসি। তারা বলছে অভিভাবকেরা আসলে তাদের কাছে হস্তান্তর করবে। এরপরও আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তাঁরা জানাবেন বলেছেন।’
সিলেটের একটি রিসোর্টে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজনকে জোর করে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নিয়েই মুরব্বিদের হাতে দায়িত্ব দিয়ে ফিরে এসেছেন।
গতকাল রোববার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক ও রিসোর্টে এ ঘটনা ঘটে। রিসোর্টে উত্তেজিত জনতা আগুন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। আটক তরুণ-তরুণীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানান, এখানে শুরু থেকেই ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ রয়েছে এখানে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইয়াছিন আহমেদ ফাহিম বলেন, গতকাল সকালে রিজেন্ট পার্ক ও রিসোর্টে আগত ১০টি যুগলকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আটক করা হয়। পরে তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়। যাদের পরিবার দায়িত্ব নিয়েছে, তাঁদের ছেড়ে দেওয়া হয়। চারটি যুগলের দায়িত্ব পরিবার না নেওয়ায় তাঁদের কাজি ডেকে বিয়ে দেওয়া হয়।
৫ নম্বর সিলাম ইউনিয়নের কাজি মো. আব্দুল বারী বলেন, ‘সবার সম্মতিতে আমি চারটি বিয়ে পড়িয়েছি। ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকদের সম্মতি ছিল। তিনটি বিয়ে হয়েছে ১০ লাখ টাকা, আর ১টি ১২ লাখ টাকা কাবিনে।’
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে এলাকার মুরব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছে এবং তারা দায়িত্ব নেওয়ায় আমরা চলে আসি। তারা বলছে অভিভাবকেরা আসলে তাদের কাছে হস্তান্তর করবে। এরপরও আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তাঁরা জানাবেন বলেছেন।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৪ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৭ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৭ মিনিট আগে