চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
বাঘ আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছে না চুনারুঘাটের মানুষ। দুই দিন আগে থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করলেও গতকাল শুক্রবার সন্ধ্যার পর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরেও। নিজ নিজ ঘরে অবস্থানের জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।
গত বুধবার চুনারুঘাট উপজেলার তিন গ্রামে হঠাৎ আক্রমণ করে সাত ব্যক্তিকে আহত করে একটি প্রাণী। এরপর উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টায় আহত ব্যক্তিদের বাড়ি গিয়ে দেখা করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
তিনি আহত ব্যক্তিদের দেওয়া বর্ণনা ও পায়ের ছাপ দেখে ওই প্রাণীটিকে প্রাথমিকভাবে শিয়াল বলে ধারণা করেন। তবে, নিশ্চয়তার জন্য পরীক্ষা-নিরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
বন কর্মকর্তা বলেন, বাঘ আক্রমণ করলে পেছন থেকে করত, গায়ে থাবার দাগ বসাত এবং মেরে ফেলার চেষ্টা করত। কুকুর মানুষের অতিপরিচিত প্রাণী। তাই কুকুর হলে আহত ব্যক্তিরা সহজেই চিনতে পারতেন। মেছোবিড়াল এত ওপরে (শুধু মুখে) কামড়াত না। মেছোবিড়াল আক্রমণ করলেও গায়ে নখের দাগ বসাত। সব আলামত ও আহত ব্যক্তিদের বর্ণনামতে প্রাণীটি শিয়াল বলে ধরে নেওয়া যায়। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে গেলে শিয়াল এমন আচরণ করতে পারে। তবে, এটা বেশি দিন করবে না। প্রাণীটির সন্ধান পাওয়া গেলে না মেরে আটকে রেখে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেছেন ওই কর্মকর্তা। বিশেষ করে রাতের বেলা সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধান্ত ভৌমিক জানান, বিষয়টি তিনি জানতে পেরে বন বিভাগের সঙ্গে আলোচনা করেছেন। বন বিভাগের লোকজন ঘটনার স্থানে রয়েছে। আহত ব্যক্তিদের বন বিভাগ চিকিৎসা বাবদ কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল ও রাতে হামলা করে উপজেলার আলীরাজাপুর গ্রামের ওয়াজেদ উল্লাহর ছেলে আব্দুল খালেক (৭০), কবির মিয়ার ছেলে খোকন মিয়া (২২), রাণীরকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মানিক মিয়া (৪৫), ছৈয়দ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪), অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুক, কালিশিড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুস সহিদ (৬৭) ও মাহফুজ মিয়ার মেয়ে শিল্পী আক্তার (২২) অজানা এক প্রাণীর আক্রমণে আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল খালেকের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
বাঘ আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছে না চুনারুঘাটের মানুষ। দুই দিন আগে থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করলেও গতকাল শুক্রবার সন্ধ্যার পর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরেও। নিজ নিজ ঘরে অবস্থানের জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে।
গত বুধবার চুনারুঘাট উপজেলার তিন গ্রামে হঠাৎ আক্রমণ করে সাত ব্যক্তিকে আহত করে একটি প্রাণী। এরপর উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টায় আহত ব্যক্তিদের বাড়ি গিয়ে দেখা করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
তিনি আহত ব্যক্তিদের দেওয়া বর্ণনা ও পায়ের ছাপ দেখে ওই প্রাণীটিকে প্রাথমিকভাবে শিয়াল বলে ধারণা করেন। তবে, নিশ্চয়তার জন্য পরীক্ষা-নিরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
বন কর্মকর্তা বলেন, বাঘ আক্রমণ করলে পেছন থেকে করত, গায়ে থাবার দাগ বসাত এবং মেরে ফেলার চেষ্টা করত। কুকুর মানুষের অতিপরিচিত প্রাণী। তাই কুকুর হলে আহত ব্যক্তিরা সহজেই চিনতে পারতেন। মেছোবিড়াল এত ওপরে (শুধু মুখে) কামড়াত না। মেছোবিড়াল আক্রমণ করলেও গায়ে নখের দাগ বসাত। সব আলামত ও আহত ব্যক্তিদের বর্ণনামতে প্রাণীটি শিয়াল বলে ধরে নেওয়া যায়। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে গেলে শিয়াল এমন আচরণ করতে পারে। তবে, এটা বেশি দিন করবে না। প্রাণীটির সন্ধান পাওয়া গেলে না মেরে আটকে রেখে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেছেন ওই কর্মকর্তা। বিশেষ করে রাতের বেলা সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধান্ত ভৌমিক জানান, বিষয়টি তিনি জানতে পেরে বন বিভাগের সঙ্গে আলোচনা করেছেন। বন বিভাগের লোকজন ঘটনার স্থানে রয়েছে। আহত ব্যক্তিদের বন বিভাগ চিকিৎসা বাবদ কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকাল ও রাতে হামলা করে উপজেলার আলীরাজাপুর গ্রামের ওয়াজেদ উল্লাহর ছেলে আব্দুল খালেক (৭০), কবির মিয়ার ছেলে খোকন মিয়া (২২), রাণীরকোট গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মানিক মিয়া (৪৫), ছৈয়দ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪), অজ্ঞাতনামা এক নারী ভিক্ষুক, কালিশিড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুস সহিদ (৬৭) ও মাহফুজ মিয়ার মেয়ে শিল্পী আক্তার (২২) অজানা এক প্রাণীর আক্রমণে আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল খালেকের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১৩ ঘণ্টা আগে