গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে বালু ও পাথর খেকোদের হাত থেকে ডাউকি নদীর পারসংলগ্ন চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে জাফলং ব্রিজে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘আমার বাগান আমার মা, ধ্বংস হতে দেব না’, ‘জাফলংবাসীর ঐতিহ্য, ধ্বংস হতে দেব না’, ‘অবৈধ পাথর ও বালু খেকোরা হুঁশিয়ার সাবধান’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
জাফলং চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান মানববন্ধনে সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও চা-বাগানে বসবাসরত সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাফলং চা–বাগান উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। একটি চক্র জাফলং নদী থেকে দিনে–রাতে বালু তুলে বাগানকে ধ্বংস করছে। ফলে জাফলং ব্রিজসহ বাগান ধ্বংসের মুখে।
‘আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় সবাই এগিয়ে আসুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদীভাঙনের কবলে ইতিমধ্যে এই চা–বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এক সময় এই চা-বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা–বাগান রক্ষায় আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরাও (চা–শ্রমিকেরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং, মানববন্ধনসহ লাগাতর আন্দোলন চালিয়ে যাব।’
সিলেটের গোয়াইনঘাটে বালু ও পাথর খেকোদের হাত থেকে ডাউকি নদীর পারসংলগ্ন চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে জাফলং ব্রিজে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘আমার বাগান আমার মা, ধ্বংস হতে দেব না’, ‘জাফলংবাসীর ঐতিহ্য, ধ্বংস হতে দেব না’, ‘অবৈধ পাথর ও বালু খেকোরা হুঁশিয়ার সাবধান’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
জাফলং চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান মানববন্ধনে সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও চা-বাগানে বসবাসরত সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাফলং চা–বাগান উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। একটি চক্র জাফলং নদী থেকে দিনে–রাতে বালু তুলে বাগানকে ধ্বংস করছে। ফলে জাফলং ব্রিজসহ বাগান ধ্বংসের মুখে।
‘আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় সবাই এগিয়ে আসুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদীভাঙনের কবলে ইতিমধ্যে এই চা–বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এক সময় এই চা-বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা–বাগান রক্ষায় আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরাও (চা–শ্রমিকেরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং, মানববন্ধনসহ লাগাতর আন্দোলন চালিয়ে যাব।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৭ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে