Ajker Patrika

বাবাকে হত্যার ৩ দিন পর মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

বাবাকে হত্যার ৩ দিন পর মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে শাবলের আঘাতে বাবা গফুর মিয়া (৫৫) নিহতের ঘটনায় মাদকাসক্ত ছেলে জহিরুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় শমশেরনগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ডাবলছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার নিহতের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে জহিরুলের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়রা বলছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুল ইসলাম শাবল দিয়ে আঘাত করে তাঁর বাবা-মা দুজনকে গুরুতর আহত করলে হাসপাতালে নেওয়ার পথে বাবা গফুর মিয়ার মৃত্যু হয়। নিহত গফুর মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে জহিরুল পলাতক ছিলেন। জহিরুল মাদকাসক্ত ছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় নজর রাখছিল। আজ আসামি জহিরুল ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত