প্রতিনিধি
কানাইঘাট (সিলেট): কানাইঘাটের একজন সফল লেবু চাষি ময়নুল হক। তাঁর বাগানের লেবু যায় দেশের বিভিন্ন বাজার ছাড়িয়ে বিদেশেও। এক সময়ের প্রান্তিক চাষি এখন লেবু বিক্রি থেকেই বছরে আয় করেন প্রায় ১০ লাখ টাকা। বাড়ির পাশেই সরকারি খাস খতিয়ান ভুক্ত ১২ একর জমিতে লেবু বাগান তাঁর।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামের বাসিন্দা ময়নুল হক। মা, বাবা, স্ত্রী আর চার সন্তান নিয়ে তাঁর সংসার। কানাইঘাট বাজার থেকে সুরইঘাট বাজার হয়ে কিংবা চতুল বাজার থেকে বড়বন্দ বাজারে হয়ে ময়নুল হকের লেবু বাগানে যাওয়া যায়।
চার বছর আগে পাহাড়ি জমিতে লেবু চাষ শুরু করেন ময়নুল। বাগান থেকে প্রথম বছরই ৮০ হাজার টাকা এবং পরের বছর প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি। ময়নুল হকের বাগানের লেবু কানাইঘাট বাজার, হরিপুর বাজার, সিলেট নগরীতেও বিক্রি হচ্ছে। তাঁর কাছ থেকে লেবু কিনে বিদেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
ময়নুল হক বলেন, বর্তমানে তাঁর লেবু বাগানে পাঁচ/ছয় জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এই লেবু বাগান করতে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। চার/পাঁচ বছর পর এ বাগান থেকে প্রতি বছর ১৫ / ২০ লাখ টাকার লেবু বেচতে পারবেন বলে আশা করছেন ময়নুল। বর্তমানে তাঁর বাগানের রয়েছে জারা ও কাগজি লেবু।
ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, ময়নুল হক লেবু চাষ করে এখন স্বাবলম্বী। তাঁর বাগানের লেবু স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের বাইরেও যাচ্ছে। আমি ব্রিটেনের হাট-বাজারে ময়নুলের লেবু বিক্রি হতে দেখে আমার খুব ভালো লেগেছে।
কানাইঘাট (সিলেট): কানাইঘাটের একজন সফল লেবু চাষি ময়নুল হক। তাঁর বাগানের লেবু যায় দেশের বিভিন্ন বাজার ছাড়িয়ে বিদেশেও। এক সময়ের প্রান্তিক চাষি এখন লেবু বিক্রি থেকেই বছরে আয় করেন প্রায় ১০ লাখ টাকা। বাড়ির পাশেই সরকারি খাস খতিয়ান ভুক্ত ১২ একর জমিতে লেবু বাগান তাঁর।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামের বাসিন্দা ময়নুল হক। মা, বাবা, স্ত্রী আর চার সন্তান নিয়ে তাঁর সংসার। কানাইঘাট বাজার থেকে সুরইঘাট বাজার হয়ে কিংবা চতুল বাজার থেকে বড়বন্দ বাজারে হয়ে ময়নুল হকের লেবু বাগানে যাওয়া যায়।
চার বছর আগে পাহাড়ি জমিতে লেবু চাষ শুরু করেন ময়নুল। বাগান থেকে প্রথম বছরই ৮০ হাজার টাকা এবং পরের বছর প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি। ময়নুল হকের বাগানের লেবু কানাইঘাট বাজার, হরিপুর বাজার, সিলেট নগরীতেও বিক্রি হচ্ছে। তাঁর কাছ থেকে লেবু কিনে বিদেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
ময়নুল হক বলেন, বর্তমানে তাঁর লেবু বাগানে পাঁচ/ছয় জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এই লেবু বাগান করতে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। চার/পাঁচ বছর পর এ বাগান থেকে প্রতি বছর ১৫ / ২০ লাখ টাকার লেবু বেচতে পারবেন বলে আশা করছেন ময়নুল। বর্তমানে তাঁর বাগানের রয়েছে জারা ও কাগজি লেবু।
ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, ময়নুল হক লেবু চাষ করে এখন স্বাবলম্বী। তাঁর বাগানের লেবু স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের বাইরেও যাচ্ছে। আমি ব্রিটেনের হাট-বাজারে ময়নুলের লেবু বিক্রি হতে দেখে আমার খুব ভালো লেগেছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে