Ajker Patrika

হবিগঞ্জে প্রাথমিকের বই বিক্রির দায়ে প্রধান শিক্ষিকা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২০: ৫৬
হবিগঞ্জে প্রাথমিকের বই বিক্রির দায়ে প্রধান শিক্ষিকা কারাগারে

নতুন বছরের বই বিক্রির দায়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জের মা ফিলিং স্টেশনের কাছে একটি ভ্যান গাড়ি থেকে বিভিন্ন শ্রেণির মোট ৩৯৪টি বই উদ্ধার করা হয়। এ সময় ভ্যানচালক ছইদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশকে জানান প্রধান শিক্ষক আয়েশা আক্তারের নির্দেশে বইগুলো দোকানে বিক্রির জন্য নিয়ে আসেন। পরবর্তী সময় এসআই ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রধান শিক্ষক আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৯৬টি বই জব্দ করে। 

আয়েশা আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, গত ২৭ ডিসেম্বর রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত গোডাউন থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৭৫২টি বই সংগ্রহ করেন। কিছু বই বিতরণ করার পর বাকি বই বিক্রির জন্য নিজের হেফাজতে রাখেন। তিনি বই বিক্রির কথা স্বীকার করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে আয়েশা আক্তারের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ভ্যানচালক ছইদ মিয়াসহ তিনজনকে সাক্ষী করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঠানো হয়। আদালত পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত