নিজস্ব প্রতিবেদক, সিলেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমান যে দুঃসময় যাচ্ছে, সেটাতে সৌদি আরব আমাদের সাহায্য করবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা (বিএনপি) একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।’
আজ সোমবার ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চবিদ্যালয় মাঠে বড়ভাঙ্গা নদীর দুটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এখানেই তাঁর প্রথম নির্বাচনী জনসভা হবে।’ ওই সমাবেশে তিনি সিলেটবাসীকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না।’
সিলেটি প্রবাসীদের অবদানের জন্য শেখ হাসিনা তাঁদের মূল্যায়ন করেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর তলদেশে টানেল উদ্বোধন করেছেন। এর আগে তিনি একদিনে ১০০টি সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন। এরপর একদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০টি সেতু উদ্বোধন করেছেন। সিলেটেও ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হচ্ছে, সিলেট-তামাবিল সড়ক হচ্ছে। এসব সড়কের কাজ শেষ হলে সিলেটের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হবে।’
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘যেটাই করুক। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে, জেলে থাকা আট হাজার নেতা-কর্মীদের (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যে সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।’ এ সময় তিনি পুলিশকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও করেন সেতুমন্ত্রী।
সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বী সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মারিয়া হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান প্রমুখ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমান যে দুঃসময় যাচ্ছে, সেটাতে সৌদি আরব আমাদের সাহায্য করবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা (বিএনপি) একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।’
আজ সোমবার ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চবিদ্যালয় মাঠে বড়ভাঙ্গা নদীর দুটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এখানেই তাঁর প্রথম নির্বাচনী জনসভা হবে।’ ওই সমাবেশে তিনি সিলেটবাসীকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না।’
সিলেটি প্রবাসীদের অবদানের জন্য শেখ হাসিনা তাঁদের মূল্যায়ন করেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর তলদেশে টানেল উদ্বোধন করেছেন। এর আগে তিনি একদিনে ১০০টি সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন। এরপর একদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০টি সেতু উদ্বোধন করেছেন। সিলেটেও ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হচ্ছে, সিলেট-তামাবিল সড়ক হচ্ছে। এসব সড়কের কাজ শেষ হলে সিলেটের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হবে।’
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘যেটাই করুক। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে, জেলে থাকা আট হাজার নেতা-কর্মীদের (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যে সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।’ এ সময় তিনি পুলিশকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও করেন সেতুমন্ত্রী।
সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বী সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মারিয়া হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান প্রমুখ।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৭ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ মিনিট আগে