মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ ও ৭ মে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। ওই সময় বিজিবি ৭৪ জনকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও বিজিবির নজর এড়িয়ে আজ ফের ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের ভাষ্য, সীমান্তের ওপারে আরও অনেক বাংলাদেশিকে আটক রেখেছে বিএসএফ, যাঁদেরও পুশইনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে চলতি মাসে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিজিবি ১১৮ জন বাংলাদেশিকে আটক করল।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।’
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা বাংলাদেশি। তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ ও ৭ মে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। ওই সময় বিজিবি ৭৪ জনকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও বিজিবির নজর এড়িয়ে আজ ফের ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের ভাষ্য, সীমান্তের ওপারে আরও অনেক বাংলাদেশিকে আটক রেখেছে বিএসএফ, যাঁদেরও পুশইনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে চলতি মাসে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিজিবি ১১৮ জন বাংলাদেশিকে আটক করল।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।’
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা বাংলাদেশি। তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৪ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে