Ajker Patrika

অবিরাম বৃষ্টির মধ্যেই ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৩: ৫৫
অবিরাম বৃষ্টির মধ্যেই ভূমিকম্পে কাঁপল সিলেট

দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’

রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’

এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত