Ajker Patrika

সিলেটে মালিনীচড়া চা-বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৮: ২৯
সিলেটে মালিনীচড়া চা-বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের মালিনীচড়া চা-বাগান থেকে মো. রইছুজ্জামান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মালিনীচড়া চা-বাগানের ১৩ নম্বর সেক্টরের আমকোন কাঁঠালবাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মো. রইছুজ্জামান (২৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লাউতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নগরীর পশ্চিম পীর মহল্লা শাহপরান জামিয়া মাদ্রাসা এলাকায় বসবাস করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মালিনীচড়া চা-বাগানের ১৩ নম্বর সেক্টরের আমকোন কাঁঠালবাড়ী এলাকা দিয়ে নিরাপত্তাকর্মী হিমেল ডিউটি শেষে যাচ্ছিল। এ সময় তিনি একটি কাঁঠালগাছে ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে বাগানের কর্তৃপক্ষ ও থানায় জানান। মো. রইছুজ্জামান এয়ারপোর্ট থানার সুবিদ বাজার নুরানি ১৩/১৩এ-এর বাসার কেয়ারটেকার ছিলেন। তবে, তাঁর ভাই বদরুল জানান, রইছুজ্জামানকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আজ শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত