Ajker Patrika

কুলাউড়ায় অটোরিকশা চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
কুলাউড়ায় অটোরিকশা চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় কোরবানি ঈদের দিন সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া (২২) হত্যা মামলায় অভিযুক্ত ছিদ্দেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ছিদ্দেক মিয়া (১৯) উপজেলার মনছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের পুত্র। 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছিদ্দেকের অবস্থান শনাক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। পরে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস কাপাসিয়া থানা-পুলিশের সহায়তায় ছিদ্দেককে গ্রেপ্তার করেন। 

এর আগে গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তি এলাকায় সুমন মিয়া (২২) নামে এক তরুণ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মারা যান। হত্যা মামলায় প্রধান অভিযুক্ত একই এলাকার আব্দুল মালিকের পুত্র আনফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, সুমন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আনফরকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। ২য় অভিযুক্ত ছিদ্দেক পলাতক ছিল। বুধবার গাজীপুরের কাপাসিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত