মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে লোকজন অনুপ্রবেশ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বিজিবি ধলই সীমান্তে আটক ১৫ জনকে কমলগঞ্জ থানায় দেয়। বড়লেখার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে আটক ৪৪ জনকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের মধ্যে কেউ ২ বছর আবার কেউ ৫ থেকে ৬ বছর আগে বাংলাদেশ থেকে ভারত গিয়ে বসবাস করছিল।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের বিভিন্নভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
পুশ ইনের ঘটনার পর থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার আটক ৪৪ জনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিজিবি তাদের আটক করে থানায় এনে দিয়েছে। আমরা তাদের পরিবার ও আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিচ্ছি।’
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে লোকজন অনুপ্রবেশ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বিজিবি ধলই সীমান্তে আটক ১৫ জনকে কমলগঞ্জ থানায় দেয়। বড়লেখার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে আটক ৪৪ জনকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের মধ্যে কেউ ২ বছর আবার কেউ ৫ থেকে ৬ বছর আগে বাংলাদেশ থেকে ভারত গিয়ে বসবাস করছিল।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের বিভিন্নভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
পুশ ইনের ঘটনার পর থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার আটক ৪৪ জনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিজিবি তাদের আটক করে থানায় এনে দিয়েছে। আমরা তাদের পরিবার ও আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিচ্ছি।’
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
১৩ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
১৯ মিনিট আগেঐতিহ্যবাহী বেইলি রোড ছেড়ে সাম্প্রতিক সময়ে ঢাকার নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। এর তিনটি হলে নিয়মিত নাট্যচর্চা হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরে। একে উপলক্ষ করে নাট্যকর্মীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠত শিল্পকলা চত্বর। কিন্তু ৫ আগস্টের অভ্যুত্থানে রাজনৈতিক
২৩ মিনিট আগেরাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময় তাঁদের হত্যা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে