Ajker Patrika

শান্তিগঞ্জে বেইলির সেতু ভেঙে পড়েছে খালে, যান চলাচল বন্ধ 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫: ৫৬
শান্তিগঞ্জে বেইলির সেতু ভেঙে পড়েছে খালে, যান চলাচল বন্ধ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’ 

স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত