জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে মো. জিয়াউর রহমান জিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর, লক্ষ্মীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত মো. জিয়াউর রহমান জিয়া (৪৩) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাসন আলীর ছেলে।
জামালগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের সাজ্জাদ হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর গ্রামের ইমামুল গংদের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোনাপুর, লক্ষ্মীপুর গ্রামের হাওরের মাঝে সাজ্জাদ হোসেন তাঁর আত্মীয়স্বজনসহ প্রায় শতাধিক মানুষ নিয়ে হামলা চালায় ইমামুলের ওপর। এ সময় ইমামুলের পক্ষ নিয়ে ভগ্নিপতি জিয়া সংঘর্ষ থামাতে চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে ইমামুল (৩৫) গুরুতর আহত হন। দুই গ্রুপের মারামারির একপর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পর হাওর থেকে লক্ষ্মীপুর ফেরার পথে সোনাপুর গ্রামের সাজ্জাদ তাঁর দলবল নিয়ে পুনরায় হামলা চালায় জিয়ার ওপর। এতে জিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় ইমামুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ মো. সারোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় জিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে মো. জিয়াউর রহমান জিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর, লক্ষ্মীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত মো. জিয়াউর রহমান জিয়া (৪৩) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাসন আলীর ছেলে।
জামালগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের সাজ্জাদ হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর গ্রামের ইমামুল গংদের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোনাপুর, লক্ষ্মীপুর গ্রামের হাওরের মাঝে সাজ্জাদ হোসেন তাঁর আত্মীয়স্বজনসহ প্রায় শতাধিক মানুষ নিয়ে হামলা চালায় ইমামুলের ওপর। এ সময় ইমামুলের পক্ষ নিয়ে ভগ্নিপতি জিয়া সংঘর্ষ থামাতে চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে ইমামুল (৩৫) গুরুতর আহত হন। দুই গ্রুপের মারামারির একপর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পর হাওর থেকে লক্ষ্মীপুর ফেরার পথে সোনাপুর গ্রামের সাজ্জাদ তাঁর দলবল নিয়ে পুনরায় হামলা চালায় জিয়ার ওপর। এতে জিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় ইমামুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ মো. সারোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় জিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে