Ajker Patrika

ঈদের ছুটিতে সিলেটে বিভাগে ২৮৭ স্বাভাবিক প্রসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেটে একটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবের পর সুস্থ মা ও শিশু। ছবি: সংগৃহীত
সিলেটে একটি স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবের পর সুস্থ মা ও শিশু। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ২৮৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব প্রসব সেবা দেওয়া হয়। এ ছাড়া ৭৩৯ জনকে গর্ভকালীন সেবা ও ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়।

আজ শনিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে সিলেট বিভাগের চার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ছাড়াও সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ২৭ ও হবিগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনায় বিভাগজুড়ে সেবা কার্যক্রম চলমান ছিল। ঈদের ছুটিতে এই সেবা আমরা দিতে পেরেছি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত