Ajker Patrika

স্বপ্ন ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১০০ দরিদ্র পরিবার

সিলেট প্রতিনিধি
স্বপ্ন ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১০০ দরিদ্র পরিবার

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে এক শ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার ইছামতি গ্রামে তিনটি মহল্লার বাছাইকৃত এক শ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ ফুড প্যাক নামে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থার স্বেচ্ছাসেবকরা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, চিনি, দুধ ও সেমাই। এ সময় স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী হাফিজ উবায়দুল হক, মাওলানা আব্দুল মুমিন, হাফিজ মাওলানা সৈয়দ আলমগীর আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশি ও প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন সিলেট অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও ত্রাণসহায়তা ছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মেধাবীদের শিক্ষা সহায়তা করে আসছে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় জনকল্যাণমুখী বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে এই সংস্থা।’ 

বক্তারা অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত