Ajker Patrika

সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬: ৪৭
সিলেটে জব্দ করা চোরাচালানি মালপত্র। ছবি: সংগৃহীত
সিলেটে জব্দ করা চোরাচালানি মালপত্র। ছবি: সংগৃহীত

সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সিলেটের আখালিয়ার ৪৮ বিজিবির সদরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, আজ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারী নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আলট্রা ব্রাইট ক্রিম, স্কিন শাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। সব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পণ্য জব্দ করা হয়। আটক পণ্যসমূহ বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত