Ajker Patrika

বন্য শূকরের হামলায় চা-শ্রমিক আহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ২৬
বন্য শূকরের হামলায় চা-শ্রমিক আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শূকরের হামলায় অনন্ত বালমিকি দাশ (৩৬) নামে এক চা-শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী চা-বাগানে এ ঘটনা ঘটে। অনন্ত এই চা-বাগানের কৃষ্ণ বালমিকি দাশের ছেলে।

ফুলবাড়ী চা-বাগানের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে আবার একটি বন্য শূকর হামলা চালালে অনন্ত আহত হন। তিনি এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা আরও জানান, এই চা-বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন। ফলে প্রায়ই লাউয়াছড়া উদ্যানের বন্য শূকর বাগানে হামলা চালায়। গত জানুয়ারিতেও বন্য শূকরের হামলায় একজন চা-শ্রমিক আহত হয়েছিলেন। 

ফুলবাড়ী চা-বাগান পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন বলেন, গত ১০ মাসে বন্য শূকরের হামলায় দুজন চা-শ্রমিক আহত হওয়ায় চা-বাগানে আতঙ্ক বিরাজ করছে। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চা-শ্রমিকের ওপর হামলার পর বন্য শূকরটিকে একটি ঘরে আটকে রাখেন। বন্য শূকরটি উদ্ধারের চেষ্টা চলছে। আহত চা-শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত