Ajker Patrika

সিলেটে ১৫ দিন ধরে কর্মবিরতিতে চা-শ্রমিকেরা

সিলেট প্রতিনিধি
বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকেরা মানববন্ধন পালন করেন। ছবি: আজকের পত্রিকা
বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকেরা মানববন্ধন পালন করেন। ছবি: আজকের পত্রিকা

সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে লাক্কাতুরা চা-বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া, দলদলি চা-বাগানের কয়েক শ শ্রমিকেরা।

চা-শ্রমিকেরা বলেন, টানা ১৫ দিনের মতো তাঁরা আন্দোলন করছেন। বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগানমালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যরা ঠিকই বেতন পাচ্ছেন।

এ ছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। এর প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।

চা শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
চা শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে এনটিসি মালিকানাধীন লাক্কাতুরা চা-বাগানের আইনি উপদেষ্টা আবুল হাসনাত মো. জাফর চৌধুরী বলেন, ‘আশা করা যায়, আগামী সপ্তাহ নাগাদ এই সমস্যার সমাধান হবে। বাগান বন্ধ হওয়ায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে যে রকম, শ্রমিকেরাও সে রকম কষ্টে আছেন। আমরা চেষ্টা করছি এই সমস্যার সমাধান করতে। কিন্তু কোনোভাবেই যেন সমাধান হচ্ছে না। এটা তো জাতীয় ব্যাপার। এ কারণে আমাদের হাতে করার মতো কোনো কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত