নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের মানুষ দুপুরে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাঁদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তাঁদের বাড়িঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়েশাদি বন্ধ হয়ে গেছে। এর আগেও তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও তাঁদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরও বক্তব্য দেন শায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আব্দুল নূর প্রমুখ।
অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দেবেন।
নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের মানুষ দুপুরে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাঁদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তাঁদের বাড়িঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়েশাদি বন্ধ হয়ে গেছে। এর আগেও তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও তাঁদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরও বক্তব্য দেন শায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আব্দুল নূর প্রমুখ।
অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দেবেন।
নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে