নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় লেখা বিভিন্ন দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিবাদ হিসেবে লেখা বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি জানিয়েছেন।
মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে প্রবেশের সময় ফটকের সামনের দেয়ালে উপাচার্য বিরোধী ব্যঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি দেখতে পান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি এসব মুছে ফেলার নির্দেশনা দেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনাকালেও এই নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।
তবে নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে দেয়াললিখন মুছতে গেলে বাঁধা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁধার মুখে দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় দেয়াললিখন মুছে দেওয়ার কথা বলেছিলেন। তা করতে গেলে কিছু শিক্ষার্থী এসে বাধা দেন। পরে তাঁরা দেয়াললিখন মুছে ফেলার কাজ বন্ধ রাখেন।’
দেয়াল লিখন মুছে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম সংগঠক সামিউল এহসান শাফিন বলেন, ‘এতো সুন্দর দেয়াললিখনগুলো মুছে দিয়ে ওঁরা বলতে চাচ্ছে তোমাদের মাথা নত করেই থাকতে হবে। আমরা কি সেটাই করব?’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ‘দেয়াললিখন শিক্ষার্থীদের প্রতিবাদের একটি মাধ্যম। পুলিশের হামলার পর থেকে আন্দোলনের প্রতিটি মুহূর্তের সাক্ষী এসব দেয়াললিখন। এ ছাড়া অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী করে তুলতে দেয়াল লিখনের কথাগুলো ভূমিকা পালন করেছে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোরুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে লেখা ব্যঙ্গাত্মক দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে।
তিনি বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তারই অংশ হিসেবে বিভিন্ন দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় লেখা বিভিন্ন দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিবাদ হিসেবে লেখা বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি জানিয়েছেন।
মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে প্রবেশের সময় ফটকের সামনের দেয়ালে উপাচার্য বিরোধী ব্যঙ্গাত্মক স্লোগান ও গ্রাফিতি দেখতে পান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি এসব মুছে ফেলার নির্দেশনা দেন। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনাকালেও এই নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।
তবে নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে দেয়াললিখন মুছতে গেলে বাঁধা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁধার মুখে দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় দেয়াললিখন মুছে দেওয়ার কথা বলেছিলেন। তা করতে গেলে কিছু শিক্ষার্থী এসে বাধা দেন। পরে তাঁরা দেয়াললিখন মুছে ফেলার কাজ বন্ধ রাখেন।’
দেয়াল লিখন মুছে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম সংগঠক সামিউল এহসান শাফিন বলেন, ‘এতো সুন্দর দেয়াললিখনগুলো মুছে দিয়ে ওঁরা বলতে চাচ্ছে তোমাদের মাথা নত করেই থাকতে হবে। আমরা কি সেটাই করব?’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ‘দেয়াললিখন শিক্ষার্থীদের প্রতিবাদের একটি মাধ্যম। পুলিশের হামলার পর থেকে আন্দোলনের প্রতিটি মুহূর্তের সাক্ষী এসব দেয়াললিখন। এ ছাড়া অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী করে তুলতে দেয়াল লিখনের কথাগুলো ভূমিকা পালন করেছে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোরুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে লেখা ব্যঙ্গাত্মক দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে।
তিনি বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তারই অংশ হিসেবে বিভিন্ন দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
৭ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে