Ajker Patrika

পুলিশের চাকরিতে ছাত্রলীগের জন্য তদবিরের সুযোগ চান সংসদ সদস্য

মৌলভীবাজার প্রতিনিধি
পুলিশের চাকরিতে ছাত্রলীগের জন্য তদবিরের সুযোগ চান সংসদ সদস্য

বাংলাদেশ পুলিশে ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরির জন্য তদবিরের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। 

আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ লাইনসে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা জোহরা আলাউদ্দিন এই দাবি জানান। 

জোহরা আলাউদ্দিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছি। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তাঁরা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এতই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও রিকোয়েস্টের জন্য সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখত পরীক্ষায় পাস করার পর ভাইবায় যাতে আমরা তদবির করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিছুটা হলেও চাকরি পাবেন। আমার এই মিনতি, এই আরজি।’ 

তবে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত